Home / BCS Tips / Important information for BCS prepration

Important information for BCS prepration


বিসিএস প্রিলিতে আসার মতো কিছু তথ্য মনে রাখার টেকনিক
.
১. কয়েকটি বিল ও তার অবস্থান-
================================
টেকনিক > খুলনার ডাকাতরা সিলেটকে তামা করে পানসিতে চলে যায়
এখন মিলিয়ে নিন

১.খুলনার ডাকাতরা-বিল ডাকাতিয়া (খুলনা)
.
২. সিলেটকে তামা করে- তামাবিল (সিলেট)
৩. পানসিতে চলে যায়-চলন বিল(পা- পাবনা, ন-নাটোর, সি-সিরাজগঞ্জ)
.==================================
২. পদ্মার শাখা নদী মনে রাখার টেকনিক
.
টেকনিক :
বড়াল কুমার মাথায় মধু মেখে ইচ্ছা মতো গড়াগড়ি করে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায় ।
ব্যাখা:
(বড়াল, কুমার, মাথাভাঙা, মধুমতি, ইছামতি, গড়াই, আড়িয়াল খাঁ)
.=======================================
৩.প্রধান প্রধান নদীসমূহের পূর্বনাম মনে রাখার টেকনিক
………………………………………….
টেকনিক
পদ্মার কীর্তি দেখে যমুনাবিবির কন্যা জোনাকিকে বুড়ি হওয়ার পুর্বেই ধোলাইখালের ব্রাহ্মণ পুত্র লোহিতের নিকট সপে দিল
.
এখন মিলিয়ে নিন
,
**পদ্মা নদীর পূর্বনাম:- কীর্তীনাশা।

**যমুনা নদীর পূর্বনাম:- জোনাই নদী।

**বুড়িগঙ্গা নদীর পূর্বনাম:- দোলাই নদী।

** ব্রক্ষ্মপুত্র নদীর পূর্বনাম:- লৌহিত্য।
===============================
৪. কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর উতপত্তি স্থল মনে রাখার
………………………………………
তিস্তা নদীর উত্পত্তি ও বাংলাদেশে প্রবেশ
.
‪#‎টেকনিক‬:- তিস্তা সিকিম থেকে ‪#‎লাল‬,
‪#‎নীল‬,
‪#‎রং‬
হয়ে বাংলাদেশে এসেছে।

অর্থাত্, তিস্তা নদী সিকিমের পার্বত অঞ্চল হয়ে ‪#‎লালমনিরহাট‬,
‪#‎নীলফামারী‬,
‪#‎রংপুর‬ অঞ্চল হয়ে বাংলাদেশে এসেছে।
……………………………..
ব্রহ্মপূত্র নদের উত্পত্তি ও বাংলাদেশে প্রবেশ
.
– ব্রহ্মপূত্র হিমালয়ে জন্ম নিয়ে ‪#‎কুড়ি‬ বছর
বয়সে বাংলাদেশে এসেছে।

অথাৎ, ব্রহ্মপূত্র নদ হিমালয় থেকে ঊৎপত্তি হয়ে ‪#‎কুঁড়িগ্রাম‬
জেলা দিয়ে বাংলাদেশে এসেছে।
============================
৫. সুন্দরবন যে ৫টি জেলায় অবস্থিত
.
টেকনিক :
“সুন্দরবনের বাঘ সাতারে খু-ব প-টু”
.
.এখন মিলিয়ে নিন
বাঘ= বাগেরহাট
সাতার= সাতক্ষীরা
খু= খুলনা
ব= বরগুনা
পটু= পটুয়াখালী
==================

 

Zakir’s BCS specials

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share