Home / BCS Tips / BCS Preparation Some Important Geographical Alias

BCS Preparation Some Important Geographical Alias


Some Important Geographical Alias

৩৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি- ভৌগলিক উপনাম-৫০টি
ভৌগলিক উপনাম-৫০টি—-
1/ সূর্যোদয়ের দেশ – জাপান
2/ ভূ-স্বর্গ – কাশ্মীর
3/ নিষিদ্ধ দেশ – তিব্বত
4/ নিষিদ্ধ নগরী – লাসা
5/ মুক্তার দ্বীপ – বাহরাইন
6/ সমুদ্রের বধু – গ্রেট বিটেন
7/ নিশীথ সূর্য্যের দেশ – নরওয়ে
8/ সাদা হাতির দেশ – থাইল্যান্ড
9/ বাজারের শহর – কায়রো
10/ নীল নদের দেশ – মিশর
11/ আগুনের দ্বীপ – আইসল্যান্ড
12/ প্রাচ্যের ডান্ডি – নারায়ণগঞ্জ
13/ বজ্রপাতের দেশ – ভূটান
14/ সোনালী তোরণের
শহর – সানফ্রান্সিসকো
15/ ইউরোপের ককপিট – বেলজিয়াম
16/ স্কাই স্ক্রাপার্সের শহর – নিউইয়র্ক
17/ ব্রিটেনের বাগান – কেন্ট
(ইংল্যান্ড)
18/ মসজিদের শহর – ঢাকা
19/ সাদা শহর – বেলগ্রেড
(যুগোস্লাভিয়া)
20/ মুক্তার দেশ – কিউবা
21/ বাতাসের শহর – শিকাগো
22/ হাজার দ্বীপের দেশ – ফিনল্যান্ড
23/ মন্দিরের শহর – বেনারস
24/ মরুভুমির দেশ – আফ্রিকা
25/ নীরব শহর – রোম
26/ পবিত্র ভুমি – প্যালেস্টাইন
27/ ভূমিকম্পের দেশ – জাপান
28/ সাত পাহাড়ের শহর – রোম
29/ দক্ষিণের গ্রেট ব্রিটেন – নিউজিল্যান্ড
30/ প্রাচ্যের গ্রেট ব্রিটেন – জাপান
31/ শ্বেতাঙ্গদের কবরস্থান – গিনিকোস্ট
32/ পান্না দ্বীপ – আয়ারল্যান্ড
33/ চির সবুজের দেশ – নাটাল
34/ পোপের শহর – রোম
35/ উত্তরের ভেনিস – স্টকহোম
36/ স্বর্ণ নগরী – জোহনেসবার্গ
37/ ল্যান্ড অব মার্বেল – ইটালি
38/ পবিত্র পাহাড় – ফুজিয়ামা (জাপান)
39/ গোলাপি শহর – রাজস্থান (ভারত)
40/ দ্বীপের নগরী – ভেনিস
41/ আফ্রিকার সিংহ – ইথিওপিয়া
42/ সকাল বেলার শান্তি – কোরিয়া
43/ ইউরোপের রণক্ষেত্র – বেলজিয়াম
44/ চির বসন্তের নগরী – কিটো (দ. আমেরিকা)
45/ চীনের দুঃখ – হোয়াংহো নদী
46/ ভূ-মধ্য সাগরের
প্রবেশদ্বার – জিব্রাল্টার
48/ ম্যাপল পাতার দেশ – কানাডা
49/ দক্ষিণের রাণী – সিডনি
50/ প্রাচ্যের ভেনিস – ব্যাংকক

মনে রাখার কিছু টেকনিক জেনে নিন
#ইতালির রোম শহরের উপনাম গুলো এভাবে মনে রাখুন:-
.
ইতালির পোপেরা রাজপ্রাসাদ ছেড়ে পায়ে বুট পড়ে রোমের সাত পাহাড়ে নিরবে শান্তিতে ঘুরে বেড়ায়।
..
এবার মিলিয়ে নিন:-
.
#পোপের শহর রোম।
#রাজপ্রাসাদের শহর রোম।
#বুটের শহর রোম।
#সাত পাহারের দেশ।
#নীরব শহর রোম।
#চির শান্তির শহর রোম।

..
#নিউইয়র্ককে বিশ্বের রাজধানী বলা হয় কেন?
নিচে এই প্রশ্নটির উত্তর লক্ষ্য করুন তাহলে নিউইয়র্কের সব উপনাম গুলো পেয়ে যাবেন :-
.
নিউইয়র্কের অট্টালিকাগুলো স্কাই থেকে দেখতে বিগ অাপেলের মত লাগে এবং খুব জাঁকজমকপূর্ণ মনে হয় তাই নিউইয়র্কে বিশ্বের রাজধানী বলা হয়।

এখানে, অট্টালিকার শহর নিউইয়র্ক, স্কাই স্ক্রাপার্সের শহর নিউইয়র্ক, বিগ অাপলে বলা হয় নিউইয়র্ককে, জাঁকজমকের শহর নিউইয়র্ক, বিশ্বের রাজধানী নিউইয়র্ক।
.
#শিকাগোর উপনাম গুলো এভাবে মনে রাখুন:-
.
#শিকাগোর উদ্যানে সাই সাই করে বাতাস বহে।
.
#উদ্যান – উদ্যানের শহর শিকাগো
#সাই সাই=কসাই= পৃথিবীর কসাইখানা শিকাগো
#বাতাস=বাতাসের শহর শিকাগো।
.

#মিশরের উপনাম গুলো এভাবে মনে রাখুন:-
.
রাতে, মিশরের কায়রোর বাজার থেকে নীলনদে পিরামিডের ছায়া দেখা যায়।
.
এবার মিলেই নিন :-
.
#রাতে =রাতের নগরী মিশর
#কায়রোর বাজার= বাজারের নগরী কায়রো।
#নীলনদ= নীলনদের দেশ মিশর।
#পিরামিড = পিরামিডের দেশ মিশর।

.

#অাফ্রিকার উপনাম গুলো এভাবে মনে রাখুন:-
.
অন্ধকারে অাফ্রিকার মরুভূমি চিড়িয়াখানার মত লাগে।
.
#অন্ধকারাচ্ছন্ন মহাদেশ অাফ্রিকা।
#মরুভূমির দেশ অাফ্রিকা।
#বৃহদাকার চিড়িয়াখানা অাফ্রিকা।

.

#কানাডা:- কানাডাকে বলা হয় লিলি ফুলের দেশ, ম্যাপল পাতার দেশ ও কাগজে শহর বলা হয় কানাডার রাজধানী অটোয়াকে।
.
এদের এভাবে মনে রাখুন:- লিলি কাগজে ম্যাপল পাতা অাঁকে।
.
#অস্ট্রেলিয়ার দ্বীপে পশমহীন ক্যাঙ্গারু দেখা যায়।

এবার লক্ষ্য করুন:-
.
#দ্বীপের মহাদেশ বলা হয় অস্ট্রেলিয়াকে।
#ক্যাঙ্গারুের দেশ অস্ট্রেলিয়া।
#পশমের দেশ অস্ট্রেলিয়া।
.
#কোরিয়াকে এভাবে মনে রাখুন:-
.
রিয়া সকালে শান্ত থাকে।
.
#রিয়া= কোরিয়া।
#সকাল=সকালবেলার প্রশান্তি বলা হয় কোরিয়াকে।
#শান্ত=শান্ত সকালের দেশ কোরিয়া।
.
#হোয়াংহো নদীর উপনাম গুলো এভাবে মনে রাখুন:-
হোয়াংহো নদী হলুদ হয়ে পীত অাকার ধারণ করলে চীনের দুংখ বেড়ে যায়।
.
#হলদে নদী হোয়াংহো
#পীত নদীর দেশ হোয়াংহো
#চীনের দুংখ হোয়াংহো
.
#ভেনিসকে এভাবে মনে রাখুন:-
.
অাঁদ্রিয়াটিকের রাণী দ্বীপের নগরীর এত সুন্দর রাজপ্রাসাদ ফেলে ভেনিসের চুপচাপ শান্ত সড়কে ঘুরে বেড়ায়।

এবার মিলিয়ে নিন:-
.
#অাঁদ্রিয়াটিকের রাণী – ভেনিস
#দ্বীপের নগরী- ভেনিস
#রাজপ্রাসাদের নগর- ভেনিস
#নিশ্চুপ সড়কের শহর – ভেনিস
#শান্ত সড়েকের শহর- ভেনিস।

.
#থাইল্যান্ডকে এভাবে মনে রাখুন:-
.
থাইল্যান্ডের মুক্তভূমিতে ঘুরে বেড়ালে সাদাও শ্যাম হয়ে যায়।
.
এবার লক্ষ্য করুন:-
.
#মুক্তভূমির দেশ – থাইল্যান্ড
#সাদাহাতির দেশ -থাইল্যান্ড
#শ্যামদেশ – থাইল্যান্ড।

 

Download PDF file click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share