Home / BCS Tips / BCS compositions suggestion : come here Common

BCS compositions suggestion : come here Common


BCS compositions suggestion: come here Common

বিসিএসের রচনার সাজেশন: এখান থেকে কমন আসবেই

৩৬ তম বিসিএসের রচনার সাজেশন… যেহেতু বাংলা রচনা আগের বিসিএস এর প্রশ্ন থেকে প্রায় কমন আসে সেহেতু প্রিভিয়াস প্রশ্নের আলোকে সাজেশন করেছি….

হাসনা হাসি..
রচনার সাজেশনঃ

১) আইনের শাসন ও বাংলাদেশ – ২৭, ২৫, ২২তম বিসিএস ।

২) বাংলাদেশ পর্যটন শিল্পঃ সমস্যা ও সম্ভাবনা – ৩৫, ২৯, ১৫তম বিসিএস ।

৩) তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ – ৩৪, ৩১, ২৫তম বিসিএস ।

৪) বিশ্বায়ন ও আমাদের সংস্কৃতি / সাংস্কৃতিক আগ্রাসন – ৩০, ২৭, ২১, ১৩তম বিসিএস ।

৫) সার্বজনীন প্রাথমিক শিক্ষাঃ পরিকল্পনা ও সাফল্য / সবার জন্যে শিক্ষা – ২৭, ২৪, ২৩তম বিসিএস ।

৬) বাংলাদেশের পরিবেশ সমস্যা এবং এর সমাধান – ২৪, ২১, ১৩, ১১তম বিসিএস ।

 

 

৭) বাংলাদেশের পাটশিল্প সমস্যা ও সম্ভাবনা – ৩৩, ৩০তম বিসিএস ।

৮) সামাজিক মূল্যবোধের অবক্ষয় – ২৪, ১৭তম বিসিএস ।

৯) ডিস এন্টেনার সুফল ও কুফল – ২২, ১৭তম বিসিএস ।

১০) বাংলার লোকসাহিত্য / সমাজ ও লোকসংস্কৃতি / পল্লিসাহিত্য – ৩৩, ১৩তম।

১১) বাংলার নাটক ও নাট্যচর্চা / বাংলাদেশের নাটক ও নাট্য আন্দোলন – ১১, ১০তম বিসিএস ।
১২) মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের উপন্যাস – ৩০, ২২তম বিসিএস ।

১৩) বাংলাদেশের দারিদ্র ও দারিদ্র বিমোচন কর্মসূচী – ১৫তম বিসিএস

১৪) বাংলাদেশের জাতীয় সংহতির সমস্যা ও সমাধান – ১৮তম বিসিএস ।

১৫) পার্বত্য শান্তিচুক্তিঃ প্রভাব ও প্রতিক্রিয়া – ২৮তম বিসিএস ।

১৬) দ্রব্যমূল্যের উর্ধ্বগতি – ১১তম বিসিএস ।

১৭) বাংলাদেশের মৎসসম্পদ – ৩১তম বিসিএস ।
১৮) বাংলাদেশের তৈরী পোষাকশিল্পঃ সমস্যা ও সম্ভাবনা – ৩৪তম বিসিএস

১৯) বাংলাদেশের শ্রমবাজার সংকট ও সম্ভাবনা – ৩০তম বিসিএস ।

২০) দূর্নীতিমুক্ত সমাজ গঠনে সমাজ শক্তির ভূমিকা
অথবা
বাংলাদেশের দূর্নীতি ও সন্ত্রাসঃ সমাধানের উপায় – ২৭, ৩৩তম বিসিএস ।

২১) ভেজালবিরোধী অভিযান – ২৯তম বিসিএস ।

২২) ইন্টার্নেট ও তথ্যপ্রযুক্তি – ২৯তম বিসিএস

২৩) সংবাদপত্রের স্বাধীনতা – ২৮তম বিসিএস ।

২৪) বেসরকারি টিভি চ্যানেল ও বাংলাদেশের সমাধান – ২৭তম বিসিএস ।

২৫) ভারত বাংলাদেশ সম্পর্কঃ একটি মূল্যায়ন – ১৮তম বিসিএস ।

২৬) মানব সম্পর্ক উন্নয়নে বিশ্বায়ন / বিশ্বায়ন – ৩১, ২৯তম বিসিএস ।

 

 

২৭) বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও তার রুপান্তর – ১১তম বিসিএস ।

২৮) বাংলাদেশের লোকশিল্প – ১০তম বিসিএস ।
২৯) বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি – ৩৪তম বিসিএস ।

৩০) সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার – ২০তম বিসিএস ।

৩১) বাংলা সাহিত্যের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ – ২০তম বিসিএস ।

৩২) বাংলাদেশের বিশ্বসাহিত্য – ৩১তম বিসিএস ।
৩৩) ভাষা আন্দোলন ও বাংলা ভাষার বিশ্বায়ন / আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২১তম বিসিএস ।
৩৪) ভাষা আন্দোলন ভিত্তিক বাংলা সাহিত্য – ২৯তম বিসিএস ।

৩৫) বাংলাদেশের সমাজ কাঠামো পরিবর্তনে মুক্তিযুদ্ধ – ৩৩তম বিসিএস ।

৩৬) গণশিক্ষা – ১৩তম বিসিএস ।

৩৭) এইডস – ১৫তম বিসিএস ।

৩৮) নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন – ৩৩, ২৯তম বিসিএস ।

৩৯) নারী শিক্ষা উন্নয়ন – ২১তম বিসিএস ।

৪০) শিশুশ্রম ও শিশুশ্রমিক – ১৭তম বিসিএস ।

৪১) বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগ – ১৩তম বিসিএস ।
৪২) বন্যা সমস্যা ও প্রতিকার – ১১তম বিসিএস ।
৪৩) বাংলাদেশের ভূমিকম্প বিপর্যয় ব্যবস্থাপনা – ৩০তম বিসিএস ।

৪৪) বিশ্ব জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ – ৩০, ২৯তম বিসিএস ।

৪৫) আন্তঃনদী সংযোগ প্রকল্প ও বাংলাদেশ – ২৯তম বিসিএস ।

বিশেষ গুরুত্বপূর্ণঃ যেসব টপিক থেকে বারবার প্রশ্ন এসেছে :

 

 

যেসব টপিক থেকে বেশি প্রশ্ন আসছে সেইসব টপিকগুলোর উপর জোর দেয়া উচিত…

১) ভাষা সাহিত্য ও সংস্কৃতি থেকে– ১৪ বার।
২) পরবেশ ও প্রাকৃতিক দূর্যোগ থেকে – ১০বার।
৩) শিল্প বাণিজ্য থেকে – ৯ বার।
৪) তথ্য প্রযুক্তি থেকে – ৮ বার।
৫) সামাজিক সমস্যা থেকে – ৬ বার।
৬) সরকার প্রশাসন ও রাজনীতি থেকে – ৫ বার।
৭) শিক্ষা ও স্বাস্থ থেকে– ৫ বার।
৮) নারী ও শিশু থেকে – ৪ বার।

যদি আমার এই ছোট প্রচেষ্টা দ্বারা আপনি একটুও উপকৃত হোন তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share