Home / BCS Tips / ব্যাংক এবং বিসিএস প্রস্তুতিঃ জেনে নিন মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর সম্পর্কে A to Z

ব্যাংক এবং বিসিএস প্রস্তুতিঃ জেনে নিন মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর সম্পর্কে A to Z


ব্যাংক এবং বিসিএস সহ অন্যান্য চাকুরীর প্রস্তুতিঃ মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর.

(পোস্টটি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অন্যকে জানান)

বিভিন্ন পরীক্ষার সময় কাজে দিবে। অন্তত যার যার এলাকারটা জেনে রাখুন।

@ এক নম্বর সেক্টর > চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত>
সেক্টর কমান্ডার>

(1) মেজর জিয়াউর রহমান (এপ্রিল-জুন)
(2) মেজর রফিকুল ইসলাম
(জুন- ডিসেম্বর)

@ দুই নম্বর সেক্টর > নোয়াখালী এবং কুমিল্লা, ঢাকা ও ফরিদপুর জেলার অংশ বিশেষ।
সেক্টর কমান্ডার>

(1)মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-সেপ্টেম্বর)�
(2) মেজর হায়দার
(সেপ্টেম্বর-ডিসেম্বর)

@ তিন নম্বর সেক্টর>হবিগঞ্জ�, কিশোরগঞ্জ,এবং কুমিল্লা ও ঢাকা জেলার অংশ বিশেষ
সেক্টর কমান্ডার >

(1) মেজর শফিউল্লাহ (এপ্রিল- সেপ্টেম্বর)
(2) মেজর নুরূজ্জামান (সেপ্টেম্বর- ডিসেম্বর)

@ চার নম্বর সেক্টর > সিলেট জেলার অংশ বিশেষ

সেক্টর কমান্ডার > মেজর সি আর দত্ত

@ পাঁচ নম্বর সেক্টর> সিলেট জেলার অংশ বিশেষ এবং বৃহত্তম ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল

সেক্টর কমান্ডার > মেজর মীর শওকত আলী

@ ছয় নম্বর সেক্টর > রংপুর, দিনাজপুরের ঠাকুরগাঁও মহাকুমা

সেক্টর কমান্ডার > ইউং কমান্ডার বাশার

@ সাত নম্বর সেক্টর > রাজশাহী, পাবনা, বগুড়া জেলা এবং ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্টাংশ

সেক্টর কমান্ডার > মেজর কাজী নুরুজ্জামান

@ আট নম্বর সেক্টর > কুষ্টিয়া(মুজিবনগর), যশোর, এবং ফরিদপুর ও খুলনার অংশ বিশেষ
সেক্টর কমান্ডার >

(1) মেজর ওসমান চৌধুরী (অক্টোবর পর্যন্ত)
(2) মেজর এম. এ.মনছুর (আগস্ট- ডিসেম্বর)

@ নয় নম্বর সেক্টর> খুলনা, ও ফরিদপুর জেলার অংশ বিশেষ এবং বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা
সেক্টর কমান্ডার >

(1) মেজর আবদুল জলিল (এপ্রিল- ডিসেম্বর পর্যন্ত)
(2) এম. এ. মঞ্জুর( অতিরিক্ত দায়িত্ব)

@ দশ নম্বর সেক্টর > এ সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডোরা, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ

@ এগার নম্বর সেক্টর > কিশোরগঞ্জ ব্যাতীত ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা
সেক্টর কমান্ডার>

(1) মেজর আবু তাহের (এপ্রিল- নভেম্বর)
(2) ফ্লাইট লে. এম হামিদুল্লাহ (নভেম্বর- ডিসেম্বর)


ভালো লাগলে T লিখে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share