Home / BCS Tips / প্রিলিতে সবসময় BCS লিখিতের শর্ট প্রশ্নাবলী থেকে আসে।দেখে নিন সেই গুরুত্বপুর্ন প্রশ্ন গুলো

প্রিলিতে সবসময় BCS লিখিতের শর্ট প্রশ্নাবলী থেকে আসে।দেখে নিন সেই গুরুত্বপুর্ন প্রশ্ন গুলো


প্রিলিতে সবসময় BCS লিখিতের শর্ট প্রশ্নাবলী থেকে আসে।দেখে নিন সেই গুরুত্বপুর্ন প্রশ্ন গুল

PDF file Download করতে নিচের লিংকে ক্লীক করুন

Download Link

 

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
প্রিলিতে সবসময় লিখিতের সর্ট প্রশ্নাবলী থেকে আসে।।।

১। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত]
উত্তরঃ কাহ্নপাচর্যাপদের একজন প্রধান কবি। তাঁর
রচিত পদের সংখ্যা ১৩ টি।
২। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০
বিসিএস লিখিত] উত্তরঃ অপভ্রংশ।
৩। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০,
১৫, ২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
৪। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী?
[১০, ১৫ বিসিএস লিখিত] উত্তরঃ লাইলী – মজনু।
৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে?
[১০, ১৫ বিসিএস লিখিত] উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।
৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০
বিসিএস লিখিত] উত্তরঃ পদ্মাবতী।


৭। লালন শাহ কী রচনা করেছেন? [১০ বিসিএস
লিখিত] উত্তরঃ লালনগীতি (বাউলগান)।
৮। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী? [১০
বিসিএস লিখিত] উত্তরঃ মেঘনাদবধ কাব্য।
৯। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন
সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।
১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’
কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০ বিসিএস
লিখিত] উত্তরঃ’অগ্নিবীনা’ (১৯২২)।
১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ জীবনানন্দ দাস।
১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত] উত্তরঃসৈয়দ ওয়ালীউল্লাহ।


১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি?
[১০ বিসিএস লিখিত] উত্তরঃ আরেক ফাল্গুন।
১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন?
[১১ বিসিএস লিখিত] উত্তরঃ চন্দ্রাবতী।
১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস
লিখিত] উত্তরঃভারতচন্দ্র রায় গুণাকর।
১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী?
[১১ বিসিএস লিখিত] উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।
১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১
বিসিএস লিখিত] উত্তরঃ মুহম্মদ কবীর।
১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে
অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ হিন্দি।
১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১,
১৩ বিসিএস লিখিত] উত্তরঃ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)।
১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১
বিসিএস লিখিত] উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ।
২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত
হয়? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ ১৯২৩ সালে।

 

PDF file Download করতে নিচের লিংকে ক্লীক করুন

Download Link


২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী?
[১১ বিসিএস লিখিত] উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন
পথিকের মনের কথা’র লেখক কে?[১১, ৩১
তম বিসিএস লিখিত] উত্তরঃ মীর মোশাররফ হোসেন।
২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ
কোনটি? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ ‘রাত্রিশেষ’।
২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস
লিখিত] উত্তরঃনূরুল মোমেন।

 


২৫। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস লিখিত] উত্তরঃকাজী আব্দুল ওয়াদুদ।
২৬। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম
কী? [১১, ২১ তম বিসিএস লিখিত] উত্তরঃসিকান্দার আবু জাফর।
২৭। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১
বিসিএস লিখিত] উত্তরঃ আলাউদ্দীন আল আজাদ।
২৮। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই
বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে? [১৩ বিসিএস
লিখিত] উত্তরঃদ্বিজেন্দ্রলাল রায়।
২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম
কী? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ গীতগোবিন্দ।
৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবির কাব্য থেকে অনুবাদ করেন? কোন কাব্যে থেকে? [১৩ বিসিএস
লিখিত] উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর। ’পদুমাবৎ’ কাব্য
থেকে।

PDF file Download করতে নিচের লিংকে ক্লীক করুন

Download Link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share