Home / BCS Tips / দ্রুত বিসিএস প্রিলিমিনারির সিলেবাস শেষ করার জন্য একটা টেকনিক

দ্রুত বিসিএস প্রিলিমিনারির সিলেবাস শেষ করার জন্য একটা টেকনিক

[X]

এতে আপনি যা পড়ছেন তা সহজেই পরীক্ষার আগে রিভিশনও দিতে পারবেন।প্রথমে সিলেবাসটি দুই ভাগে ভাগ করতে পারেন।
১)বাংলা+ইংরেজি+মানসিক দক্ষতাসহ গণিত= ৩৫+৩৫+৩০=১০০ নম্বর।
এই ১০০ নম্বর বুঝে পড়তে হবে এবং এই অংশে আপনার মেধা যাচাইয়ের স্থান।ভাল করলে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন এই অংশে।
২)ভূগোল সহ সাধারণ জ্ঞান+কম্পিউটারসহ বিজ্ঞান+নৈতিকতা=৬০+৩০+১০=১০০।
এই অংশ মুখস্থবিদ্যা।কমন পড়লে প্রতিটি প্রশ্ন ২০ সেকেন্ড না পড়লে ২০ মিনিটেও উত্তর করা যায়না।
এই অংশে কঠিন প্রশ্ন আসলে আপনি যেটা পারবেন না আপনার মত অনেকেই পারবেনা,নিয়মিত কমন প্রশ্নগুলো পড়ুন ভাল নম্বর পাবেন।
দুই ভাগে বই গুছিয়ে পড়তে থাকেন,দেখবেন পড়া সহজ লাগবে এবং দ্রুত সিলেবাস শেষ হবে।
বি:দ্র: এটা আমার পড়ার ধরন।আমি এভাবেই ৩৭এর প্রিলিতে এ পড়ে সুফল পেয়েছিলাম।কারো ভাল না লাগলে এড়িয়ে যেতে পারেন।
ধন্যবাদ
——-
লিখেছেন-Anwar hossain,BAU

চাকরির খবর ও বিসিএস টিপস সবার আগে পেতে আমাদের পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *